প্রবৃত্তির অনুসরণ কোরো না
ইরশাদ হয়েছে, ‘তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল-খুশির অনুসরণ করে। আর প্রত্যেক ব্যাপারই লক্ষ্যে পৌঁছাবে।’
(সুরা : কামার, আয়াত : ৩)
আল্লাহ কোরআন সহজ করেছেন
ইরশাদ হয়েছে, ‘কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?’
(সুরা : কামার, আয়াত : ১৭)
আল্লাহ সব কিছু নির্ধারিতপরিমাণে সৃষ্টি করেছেন
ইরশাদ হয়েছে, ‘আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন—চোখের পলকের মতো।’
(সুরা : কামার, আয়াত : ৪৯-৫০)