অবসর সময়: কওমি শিক্ষার্থীগণ যেভাবে কাটাতে পারেন
সময় আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা কর্তৃক অমূল্য নিয়ামত৷ আর অবসর সময় বুদ্ধিমান ও সচেতন মানুষের জন্য বোনাসতুল্য৷ অবসর সময়কেই একজন মানুষ নিজের জীবনের যে অঙ্গনে ঘাটতি রয়েছে সেটাকে পুষিয়ে নেয়ার মোক্ষম সুযোগ বলে গ্রহণ করে৷ সময়ের অপব্যবহারকারী জীবনে কখনো উন্নতি লাভ করতে পারেনা৷ আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনে সময়ের শপথ করেছেন ৷ ইরশাদ হচ্ছে …